ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
বেতাগী উপজেলা নির্বাচনে ১২ জনের প্রার্থীতা বৈধ, ১ জন বাতিল

বেতাগী উপজেলা নির্বাচনে ১২ জনের প্রার্থীতা বৈধ, ১ জন বাতিল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে দ্বিতীয় ধাপের ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের প্রার্থিতা বৈধতা ঘোষণা এবং উপজেলা চেয়ারম্যান পদে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম খান শিপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান, বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ হোসেন লিটু ও মো: রিয়াজ হোসেন। আর প্রার্থিতা বাতিল হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খ.ম ফাহরিয়া সংগ্রাম আমিনুলের।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুুল হাসান মহসিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সমাজ কর্মি নিপু রানী দাস, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য পারুল আক্তার ও কহিনুর নাসরিনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে বলে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার আবদুল হাই আল হাদী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে এ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন