ডার্ক মোড
Thursday, 02 May 2024
ePaper   
Logo
বেতাগীতে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

বেতাগীতে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে বৃদ্ধ কৃষক নূরুল ইসলাম গাজী (৭৩) ভিমরুলের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়।
নুরু গাজী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া গ্রামের বাসিন্দা প্রয়াত হাতেম আলী গাজীর ছেলে। মঙ্গলবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্থানীয়রা জানায়, নুরু গাজী মঙ্গলবার বিকেলে বাড়ির নিকটেই বাগানে কলাগাছ রোপণের জন্য গাছের শুকনো ডাল কাটতে বের হয়ে নারকেল গাছের একটি শুকনো পাতা ধরে টান দেন। এর সাথে সাথে হঠাৎ করে ভিমরুলের ঝাঁক উড়ে এসে তাঁর শরীরের হুমরি খেয়ে পড়ে এবং নানা জায়গায় হুল বসিয়ে দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পরে। সন্ধ্যায় আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

কৃষক নূরুল ইসলাম গাজীর অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেই অবস্থায় নূরুল ইসলাম মারা যায়।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক মোসা: ফারহানা বলেন, ভিমরুলে কামড় খাওয়া কৃষক বিলম্বিত করে হাসপাতালে আসার কারণে এরই মধ্যে শরীরে বিষক্রিয়ায় ছড়িয়ে তাঁর অবস্থায় আশঙ্কাজনক হয়ে পড়ে। ঐ রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হলে সেখানেই মারা যায়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন