ডার্ক মোড
Thursday, 02 January 2025
ePaper   
Logo
বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর বিক্ষুব্ধ দর্শকদের

বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর বিক্ষুব্ধ দর্শকদের

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের টিকিট নিয়ে গতকাল থেকেই দর্শকদের মনে ক্ষোভ বিরাজ করছিল। পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে টিকিটের ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যে সন্ধ্যায়ও শুরু হয় হট্টগোল। আজ সোমবার সকালে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগেও দেখা গেল। বেলা এগারোটা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা।

এক পর্যায়ে দর্শকরা ব্যানার ফেস্টুনে আঘাত শুরু করে, পরে ভাঙচুর করে সব এলোমেলো করেন দর্শকরা। পরবর্তীতে মেইন গেটেও ভাঙচুর করে বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে যায়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করে না।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন