ডার্ক মোড
Thursday, 02 May 2024
ePaper   
Logo
বিদ্যুৎ আমদানি কার্যক্রম দ্রুত শেষ করতে নেপালকে তাগিদ বাংলাদেশের

বিদ্যুৎ আমদানি কার্যক্রম দ্রুত শেষ করতে নেপালকে তাগিদ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। বিদ্যুৎ আমদানিতে কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে সরকার।

স্থানীয় সময় বুধবার (১৭ এপ্রিল) কাঠমান্ডুতে বাংলাদেশ ও নেপালের তৃতীয় যৌথ পরামর্শক সভায় এ তাগাদা দেয় বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাঠমান্ডুতে অনু‌ষ্ঠিত সভায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং নেপালের পররাষ্ট্র সচিব সেওয়া লামসাল নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

সভায় বাণিজ্য, ট্রানজিট ও কানেক্টিভিটি, বিদ্যুৎ ও জ্বালানি, পর্যটন, সংস্কৃতি ও শিক্ষাসহ সব বিষয় নিয়ে আলোচনা হয়।

নেপালের পররাষ্ট্রসচিব বৈঠকে নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান। এছাড়া নেপালের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি ও ওইদেশে বিনিয়োগ করার জন্য বাংলাদেশি বেসরকারি খাতকে উৎসাহিত করার জন্য অনুরোধ করেন।

আঞ্চলিক কানেক্টেভিটি বাড়ানোর জন্য উভয়পক্ষ বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান (বিবিআইএন) মোটর ভেহিক্যাল চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। এর মাধ্যমে বাণিজ্য ও কানেক্টিভিটি বৃদ্ধির পাশাপাশি মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি পাবে।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব লুম্বিনিতে মঠ নির্মাণের জন্য জমি বরাদ্দের জন্য নেপাল সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি আমাদের সম্পর্কের মধ্যে একটি মাইলফলক হবে এবং আগামী দিনে বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন