ডার্ক মোড
Saturday, 06 July 2024
ePaper   
Logo
বিদেশি ৫৪ ওমরাহ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল সৌদি আরব

বিদেশি ৫৪ ওমরাহ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র ওমরাহযাত্রীদের ভ্রমণের ব্যবস্থা করতে গিয়ে আইন লঙ্ঘন করায় বিশ্বের বিভিন্ন দেশের ৫৪টি ট্যুর অপারেটর কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি আরব। এসব কোম্পানি আরব ও ইসলামিক ১৯টি দেশ থেকে ওমরাহযাত্রীদের সৌদি আরবে ভ্রমণের ব্যবস্থা করেছিল; যাদের বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলায় ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার সৌদি আরবের আরবি ভাষার দৈনিক আল-ওয়াতানের এক প্রতিবেদনে ট্যুর কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করার খবর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গত মাসের হজ যাত্রার সময় ট্রাভেল এজেন্সিগুলোর আইন লঙ্ঘনের অনেক ঘটনা পাওয়া গেছে। এরপর সৌদি আরবে ওমরাহর নামে অবৈধ উপায়ে ভুয়া ভ্রমণের ব্যবস্থা করেছে এসব কোম্পানি। ট্যুর অপারেটর কোম্পানির অবৈধ দালালির বিরুদ্ধে লড়াই প্রচেষ্টার অংশ হিসেবে কালো তালিকাভুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

সদ্যসমাপ্ত হজ মৌসুমে সৌদি আরবে প্রচণ্ড গরমে শত শত অনিবন্ধিত হজযাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর সৌদি আরবের প্রশাসন অনিবন্ধিত হজ ও ওমরাহযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

আল-ওয়াতান বলেছে, ওমরাযাত্রীদের সেবাদানকারী সৌদি আরবের কয়েকটি সংস্থা দেশীয় ও বিদেশি দালালদের তথ্য ফাঁস করতে সৌদির নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করছে।

অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে আল-ওয়াতান বলেছে, এই ধরনের দালালরা মানবপাচারের সাথে জড়িত বলে ধারণা করা হয়। কারণ যারা ভিজিট ভিসায় বৈধভাবে ওমরাহ পালনের খরচ বহন করতে পারেন না, তাদের অনিবন্ধিত ওমরাহযাত্রী হিসেবে সৌদি আরবে নেওয়ার অভিযোগ রয়েছে এই দালালদের বিরুদ্ধে।

তবে ট্যুর অপারেটর কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল-ওয়াতান।

সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক উপমন্ত্রী আব্দুল ফাতাহ মাশাত বিভিন্ন ওমরাহ সংস্থার প্রতিনিধির সাথে বৈঠক করেছেন। নতুন ওমরাহ মৌসুমের প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠক করেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ মুসলিম পবিত্র মক্কা ও এর আশপাশে বার্ষিক হজযাত্রা শেষ করার পর দেশটিতে এই ওমরাহ মৌসুম শুরু হয়েছে।

এর আগে, গত মৌসুমে প্রায় ৮৩ লাখ ওমরাহ ভিসা ইস্যু করেছিল সৌদি আরব। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামে ওমরাহ পালন করা হয়। গত মাসে এক ঘোষণায় সৌদি আরব বলেছে, সম্প্রতি শেষ হওয়া পবিত্র হজের সময় তীব্র গরমে এক হাজার ৩০১ জন হজযাত্রী মারা গেছেন। মৃত এই হজযাত্রীদের প্রায় ৮৩ শতাংশই অবৈধ উপায়ে দেশটিতে হজ পালনের জন্য পাড়ি দিয়েছিলেন।

যে কারণে তারা হজের রীতিনীতি পালনের সময় সৌদি আরবের সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য নেওয়া বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার ব্যবহার করতে পারেননি। অবৈধ হওয়ায় হজের আচার পালনের সময় দীর্ঘ সময় ধরে সূর্যের প্রখর তাপের নিচে থাকতে হয়েছে তাদের। এমনকি হজযাত্রীদের জন্য তৈরি করা এসি যাত্রী ছাউনির ব্যবহার ও ঠাণ্ডা পানিও পাননি এই অবৈধ হজযাত্রীরা।

সূত্র: আল-ওয়াতান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন