ডার্ক মোড
Thursday, 02 May 2024
ePaper   
Logo
বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় গেল দুই বছর ঈদের চিরচেনা আনন্দ উৎসবে যেমন ভাটা পড়ে, তেমনি সেই বিধিনিষেধের কারণে রেওয়াজ পালন করাও হয়ে ওঠেনি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ঈদুল ফিতরে শীর্ষ নেতারা আপামর মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পান।

কিন্তু আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে ঈদুল আজহায় বিধিনিষের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ফলে এবার অধিকাংশ বিএনপি নেতা ঢাকায় ঈদ করবেন। নিজ এলাকার জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঈদের দিন কিংবা পরে দিন নির্বাচনী এলাকায় যাবেন তারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করবেন। সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষ জামিনে মুক্ত হওয়ার পর প্রতিবারের মতো এবারও ঈদের দিন তাঁর সঙ্গে দেখা করতে যাবেন পরিবারের সদস্যরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক যুগেরও বেশি সময় লন্ডনে অবস্থান করছেন। তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথী ও তার ছোট মেয়ে ঈদ করবেন লন্ডনে। বড় মেয়ে জাফিয়া রহমান দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করবেন।

গত ২৪ জুন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শাশুড়িকে দেখতে লন্ডন থেকে ঢাকায় আসেন ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং তার দুই মেয়ে ও জাহিয়া রহমান। গত ৩ জুলাই শর্মিলা রহমান ছোট মেয়ে জাহিয়াকে নিয়ে ঢাকা ছাড়েন। জাফিয়া রহমান দাদির সঙ্গে ঈদ করতে ঢাকায় থেকে যান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে দলের সিনিয়র নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। উত্তরায় একটি মসজিদে ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে। ঈদের পর তিনি নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও যেতে পারেন।

এছাড়া বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জাতিসংঘের একটি সেমিনারে অংশ নিতে আমেরিকায় অবস্থান করছেন। তিনি ঈদের পর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী ইতোমধ্যে চট্টগ্রাম গিয়েছেন। ঈদের নামাজ চট্টগ্রামে আদায় করবেন। ইকবাল হাসান মাহমুদ টুকু ঈদের নামাজ সিরাজগঞ্জ নিজ এলাকায় আদায় করার কথা রয়েছে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অনেকদিন যাবত অসুস্থ। বাসায় আছেন। পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ আইনগত কারণে ভারতের শিলংয়ে অবস্থান করছেন। সেখানে ঈদের নামাজ আদায় করবেন। গয়েশ্বর চন্দ্র রায়ের ঈদের দিন জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার কথা রয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শাহজাহান ওমর ও শামসুজ্জামান দুদু তাদের নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ পড়বেন বলে জানা গেছে।

অপরদিকে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, তাহসীনা রুশদীর লুনা, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মজিবুর রহমান সরোয়ার ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তাদের নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন।

বিএনপির দলীয় ছয় এমপির মধ্যে পাঁচজন নিজ নিজ এলাকায় ঈদ করবেন। তবে সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ঈদের দিন ঢাকায় থাকবেন।

বিএনপির এমপি হারুনুর রশীদ, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম, উকিল আব্দুস সাত্তার, জাহিদুর রহমানের নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অলাইনকে বলেন, ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন। ঈদের দিন সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা। এবারের ঈদে দলীয় নেতারা দেখা করতে যাবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন