ডার্ক মোড
Thursday, 13 March 2025
ePaper   
Logo
বামনায় ৭ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত বৃদ্ধা আটক

বামনায় ৭ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত বৃদ্ধা আটক

বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. সোবাহান নামে সত্তোরোর্ধ এক বৃদ্ধকে আটক করেছে বামনা থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম বলইবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রবিবার রাতে ভুক্তোভোগী ওই শিশুটির বাবা বাদি হয়ে ওই বৃদ্ধ সোবাহান(৭০) কে আসামী করে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ হাওলাদার সাংবাদিকদের মামলা ও আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে বাড়ীর পাশের একটি জঙ্গলে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালানো হয়েছে বলে জানায় পরিবারের স্বজনরা। পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, দুপুরবেলা শিশুটি বাড়ীর উঠানে খেলা করছিলো। এসময় অভিযুক্ত প্রতিবেশী দাদু সোবাহান তাকে জঙ্গলে ডেকে নিয়ে যায়।

এসময় সে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিলে সে চিৎকার করে। পরে শিশুটিকে রেখে পালিয়ে যায়। ঘটনার দিন রবিবার সন্ধ্যায় শিশুটির পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সেখানে চিকিৎসকরা জানান, শিশুটির যৌনাঙ্গের আশেপাশে কোন স্পট পাওয়া যায়নি। তবে ভিতরে কোন ক্ষত রয়েছে কিনা সেটা আমরা বলতে পারবো না। এজন্য শিশুটিকে উন্নত পরীক্ষা করার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। এদিকে রবিবার রাতে শিশুটির বাবা ওই বৃদ্ধকে আসামী করে বামনা থানায় একটি ধর্ষন চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

এব্যাপারে বামনা থানার অফিসার ইন চার্জ মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, আমরা ঘটনাটি শুনে হাসপাতালে গিয়েছি। থানায় মামলা দায়ের এর পরে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন