ডার্ক মোড
Thursday, 02 January 2025
ePaper   
Logo
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এর দায়িত্বভার গ্রহন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এর দায়িত্বভার গ্রহন

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বতীকালীন ১৫ সদস্যের নতুন পরিষদ দায়িত্বভার গ্রহণ করেছে। সোমবার (১১ নভেম্বর) সকালে পরিষদ অডিটরিয়ামে নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাইসহ ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদে দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ নিবাহী প্রকৌশলী জিয়াউর রহমানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত হয়ে নব গঠিত অন্তরতীকালীন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা যোগদানপত্রে স্বাক্ষর ও পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহনের পর জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, পার্বত্য এলাকার শিক্ষা,স্বাস্থ্য, কৃষি ও পর্যটনের বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবো। তিনি বলেন, সততার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সকল প্রকার দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাবো। জেলা পরিষদের নবগঠিত পরিষদকে সহযোগিতা করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের জারী করা এক প্রজ্ঞাপনে নতুন পরিষদ গঠন করা হয়। নবগঠিত জেলা পরিষদের সদস্যরা হলেন- রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, উম চিং মারমা,খামলাই মুরুং, মং এ চিং চাক, সানাই প্রæ ত্রিপুরা,লাল জারলম বম, নাং ফ্রুা খুমি,সাইফুল ইসলাম,নাছির উদ্দিন, এডভোকেট মুহাম্মদ আবুল কালাম ও খুরশিদা ইসহাক।

উল্লেখ্য, দেশের ৬১ জেলার জেলা পরিষদগুলোর চেয়ে তিন পার্বত্য জেলা পরিষদগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। বান্দরবান রাঙ্গামাটি, ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৯৮৯ সালে প্রণীত পৃথক ৩টি আইন অনুযাযী জেলা পরিষদগুলো গঠিত। ১৯৮৯ সনের এ আইনের কয়েকটি ধারা পরবর্তীতে দুইবার সংশোধিত হয়। ১৯৮৯ সনের রাঙ্গামাটি জেলা পরিষদ আইনের সংশোধিত উপধারার প্রদত্ত ক্ষমতাবলে কোন কারণে পূর্নাঙ্গ নির্বাচিত পরিষদ গঠিত হতে না পারলে ১ জন উপজাতীয় চেয়ারম্যান ৪ জন অ-উপজাতীয় সদস্য এবং ১০ জন উপজাতীয় সদস্যের সমন্বয়ে অন্তর্বতীকালীণ পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে। এ বিধান অনুযায়ী বর্তমান চেয়ারম্যান ও ১৪ সদস্য বিশিষ্ট অন্তর্বতীকালীন পরিষদ গঠন করা হয়েছে। বর্তমান পরিষদে ২জন উপজাতীয় এবং ১জন অ-উপজাতীয়সহ মোট ৩জন মহিলা সদস্যের পদ সংরক্ষিত রাখা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন