ডার্ক মোড
Thursday, 02 January 2025
ePaper   
Logo
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাঃ সম্পাদক জসিম উদ্দিন

বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাঃ সম্পাদক জসিম উদ্দিন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোমবার(৩০ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে বাউফল প্রেসক্লাবে বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলয়নায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত মোঃ জলিলুর রহমান (আমার দেশ),সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ জসিম উদ্দিন (মানবকণ্ঠ),যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মোঃ মনিরুজ্জামান হিরোন (সকালের সময়)।

বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ১০ জন। তারা হলেন,সহ:সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ),কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন( গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের কণ্ঠস্বর),নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব),উত্তম কুমার (বিজয় টিভি),ুমু: মনজুর মোর্শেদ (নিউ নেশন),কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ),এবিএম মিজানুর রহমান (প্রথম আলো),আবু সুফিয়ান ( সংগ্রাম )কামরুল হাসান (যায়যায় দিন)। প্রেসক্লাবে মোট ৪৪জন সদস্য ভোটার ছিলেন। ুসকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হলে ভোট গননার পর বাউফল প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন