ডার্ক মোড
Tuesday, 14 May 2024
ePaper   
Logo
বাউফলে সংখ্যালঘু পরিবারকে দেশ ছাড়ার হুমকি

বাউফলে সংখ্যালঘু পরিবারকে দেশ ছাড়ার হুমকি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় দেড় একর সম্পত্তি লিজ দেয়ার অভিযোগে গত ১২ মার্চ পটুয়াখালীর বাউফলের এ্যাসিল্যান্ডের বিরুদ্ধে পটুয়াখালীর বাউফল সহকারী জজ আদালতে ভায়েলেশন মামলা করেছে ভূক্তভোগী এক সংখ্যালঘু পরিবার। এদিকে লিজ দেয়া সম্পত্তি দখলে নিতে ওই সংখ্যালঘুর খড়ের গাদায় আগুন, পানের বড়জ ভাঙচুর, জমির ফসল লুটপাট ও বিভিন্ন সবজি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। একই সাথে ওই সংখ্যালঘু পরিবারটিকে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়ার মৌজায় ৪৭৬ নং খতিয়ানের একাধিক দাগে “ক” তফশীলভূক্ত ১ একর ৩৪ শতাংশ অর্পিত সম্পত্তি ২০১৪ সালের ৭ জুলাই আদালত আবেনকারী ওয়ারিশ পুতুল চন্দ্র ঘরামীর পক্ষে রায় দেন এবং ২০১৭ সালের ৪ জানুয়ারি জমি লিজ না দিতে স্থিতিবস্থা জারি করেন। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু আদালতের ওই স্থিতিবস্থা উপেক্ষা করে ২০২৩ সালের ১৯ নভেম্বর জমি লিজ দিয়ে দেন।

লিজ নেয়ার পর স্থানীয় চেয়ারম্যান এম.এন জাহাঙ্গীর হোসেন ওই সম্পত্তিতে লাল নিশান টানিয়ে দেন। গত শুক্রবার লিজ নেয়া সম্পত্তি দখলে নিতে আলতাফ গাজী ও তার অন্যান্য লোকজন দেশীয় অ¯ত্র-সস্ত্র¿ নিয়ে পুতুল ঘরামীর বাড়িতে জড় হয়ে দুইটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় এবং জমির ফসল লুটতরাজ ও নানা ধরণের সবজির বাগান কেটে ফেলে পানের বড়জ ভাঙচুর করে তচনছ করে দেয়।

এসময় পুতুল ঘরামীর পরিবারের সদস্যদের ভারতে চলে যেতে হুমকি দেয়া হয়। বর্তমানে পরিবারটি আতঙ্কে দিনাতিপাত করছেন।

ভূক্তভোগী পুতুল চন্দ্র ঘরামী জানান, ওই সম্পত্তি তাদের পূর্ব পুরুষের। ন্যায্য ওয়ারিশ হিসেবে আমরা ট্রাইব্রনালে মামলা করে রায় পেয়েছি। এবিষয়ে জানতে আলতাফ গাজীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ছেলে নান্নু গাজী জানান, এগুলো সবই পুতুল ঘরামীর কর্মকান্ড। আমরা আমাদের জমি ভোগ করছি।

বাউফলের সহকারী কমিশনার(ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন, আদালতের নিষেধাজ্ঞা সম্পর্কে কেউ আমাদের জানায়নি। এছাড়া আদালত থেকে অর্পিত সম্পত্তি পেলেও জেলা প্রশাসককে জানিয়ে পরবর্র্তী কিছু কার্যক্রম সম্পন্ন করতে হয়। সেগুলোও সম্পন্ন করা হয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন