
বাউফলে ফ্রি সিজার পরবর্তী প্রসূতিদের সংবর্ধনা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
শিশুর মৃত্যু ঝুঁকি এড়াতে এবং নিরাপদ সন্তান প্রসবের উদ্দেশ্যেকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্যোগে নিরাপদ সন্তান প্রসব ও মাতৃসেবা নিশ্চিতের লক্ষ্যে বিনা মূল্য সিজারিয়ান অপারেশন কার্যক্রমের অংশ হিসেবে ২৫জুলাই শুক্রবার হাসপাতালের মিলনায়তনে ওরিয়েন্টেশন সভা ও ফ্রি সিজারিয়ান অপারেশনের আওতাধীন প্রসূতি মায়েদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের পরিচালক ডা: মারওয়ানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ডা: ফাতেমা আক্তার যুথি, ঢাকা পিজি হাসপাতাল থেকে আগত গাইনী ডা: রেদোয়ান উল্লাহ রাকিব ও তার সহধর্মীনি গাইনী ডা: উম্মেহানি সাওদা, ডা: সামিউল আজিম রাহিম। এছাড়াও অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখার ব্যবস্থাপক আল মামুন, সহকারি ব্যবস্থাপক মো. নাজমুল হক অত্র হাসপাতালের ম্যানেজার আবদুর রহমান, ইনচার্জ নার্স মোসাং শারমিন আক্তার, আরটিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি মো.সালাউদ্দিন, ডিবিসি নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি মো. মহিবুল্লাহ, দৈনিক "ভোরের দর্পণ"র বাউফল প্রতিনিধি মো.দুলাল হোসেনসহ হাসপাতালে কর্মরত নার্স, ল্যাবসহকারী ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য চলতি বছরের মে থেকে জুন মাসে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালে মোট ১২ জন প্রসূতি মায়ের বিনা মূল্য সিজারিয়ান অপারেশন করা হয়।
শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা এএসএম ফিরোজ আলম জানান, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দেওয়া ও অবহেলিত বাউফলের প্রসূতি মায়েদের মৃত্যু ঝুঁকি এড়াতে এবং নিরাপদ নবজাতকের জন্ম নিশ্চিত করতে সুদক্ষ গাইনী সার্জন দ্বারা অত্র হাসপাতাল বিনামুল্যে সিজারিয়ান অপারেশন কর্মসূচি হাতে নিয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বেগবান করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।