বাউফলে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষে টাস্কফোর্স কমিটির সভা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে গ্রাম বাংলা উন্নয়ন ও আর ডিএস আয়োজনে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ,উপজেলা এবং পৌরসভার টাস্কফোর্স কমিটির সদস্যদের মধ্যকার সমন্বয় নিশ্চিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা টাস্কফোর্সের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,প্রতীব কুমার কুন্ড সহকারী কমিশনার ভূমি বাউফল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামন,মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ নুরন্নবী,বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাহানারা বেগম,¯েøাব-বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন,আরডিএস নির্বাহী পরিচালক আব্দুল খালেকসহ প্রমুখ।
সভায় পৌরসভার মধ্যে বিদ্যালয়ের কাছে দোকান দিয়ে যারা সিকারেট বিক্রি করে সে সব দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে সিকারেট বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত হয়।