বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি আবু জাফর, সাঃ সম্পাদক আনিস
পটুয়াখালী প্রতিনিধি
দীর্ঘ ২২ বছর পরে বাংলাদেশ শিক্ষক সমিতি দশমিনা উপজেলা শাখায় ব্যালট পেপারে নির্বাচন সম্পন্ন হয়।
সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্লাসরুমে শনিবার সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয় বিরত বিহীনভাবে ভোট গ্রহন চলে বিকাল ৩টা পর্যন্ত।
এতে সভাপতি আবু জাফর ও সাধারন সম্পাদক আনিস এবং সাংগঠনিক সম্পাদক নাঈমুল নির্বাচিত হয়েছেন।
জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি আবু জাফর সংখ্য প্রতীক-২ তিনি ৫২৯ ভোট পেয়ে বেসরকারিবাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান সংখ্যা প্রতীক-১ তিনি ২০০ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক মো.আনিস সংখ্যা প্রতীকে-৪ তিনি ২২৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ তাইফুর রহমান সংখ্যা প্রতীক-৭ তিনি পেয়েছেন ১৮৪ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে কাজী নাঈমুল ইসলাম সংখ্যা প্রতীক-৮ তিনি ৪৫৫ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম সংখ্যা প্রতীক-৯ তিনি ২৭৭ভোট পেয়েছেন। উপজেলায় ১৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকদের ভোটার সংখ্যা ৭৬৩জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৭৩৬ জন। বাতিল ভোটার সংখ্যা-৭।
এদিকে, গতমাসের ১৩ তারিখ মনোনয়ন ফরম বিতরন। ১৪ তারিখ মনোনয়ন ফরম জমা। ১৬ তারিখ যাচাই বাছাই। ১৯ তারিখ মনোনয়ন ফরম প্রত্যাহার। ২১ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ। ২৩ তারিখ প্রতিক বরাদ্দ ও ৭ ডিসেম্বর শনিবার ভোট গ্রহন। এতে সভাপতি পদে দুইজন তারা হলেন- মোহাম্মদ আবদুর রহমান সংখ্যা প্রতীক -১ ও আবু জাফর সংখ্যা প্রতীক-২। সাধারন সম্পাদক পদে পাঁচজন তারা হলেন-এইচএম রাকিবুল সোহাইন সোহাগ সংখ্যা প্রতীক-৩, মো. আনিস আহম্মেদ সংখ্যা প্রতীক-৪, মো. আবু নাসের খান সুমন সংখ্যা প্রতীক-৫, মো. জাহাঙ্গীর আলম সংখ্যা প্রতীক-৬ ও মোহাম্মদ তাইফুর রহমান সংখ্যা প্রতীক-৭। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন তারা হলেন-কাজী নাঈমুল ইসলাম সংখ্যা প্রতীক-৮ ও মো. ইব্রাহিম সংখ্যা প্রতীক-৯।