ডার্ক মোড
Tuesday, 24 December 2024
ePaper   
Logo
গুম হওয়া যুবককে ফিরে পেল পরিবার

গুম হওয়া যুবককে ফিরে পেল পরিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকার ধামরাই থেকে প্রায় দেড় বছর পূর্বে গুম হওয়া রহমতুল্লাহ (২৩) নামে এক যুবককে উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ।

শনিবার রাতে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শনিবার দুপুরে সে গোমস্তাপুর থানা পুলিশের নিকট আশ্রয় নেয়।

গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, ঢাকার ধামরাই থানার বড়নালাই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে রহমতউল্লাহ শুক্রবার দিবাগত মধ্যরাতে থানায় এসে হাজির হয়।

সে জানায়, গত বছরের ২৯ আগস্ট রাত অনুমানিক ১২টার দিকে র‌্যাব পরিচয় দিয়ে তাকে বাড়ি হতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় গত বছরের ৭ অক্টোবর ঢাকার ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা মমতাজ বেগম।

তাকে তুলে নিয়ে যাওয়ার পর ঢাকার কোনো এক জায়গায় নিয়ে গিয়ে জঙ্গি সংক্রান্ত ভিডিও ছাড়ার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঢাকার বিভিন্ন জায়গায় ৯ মাস আটক রাখার পর যশোর সীমান্ত দিয়ে ভারতের গোপালনগর এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে সে ভারতীয় পুলিশের হাতে আটক হয়।

ভারতের গোপালনগর থানার পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। সেখানে সাজাভোগের পর ভারতীয় পুলিশ তাকে বিএসএফের নিকট হস্তান্তর করে।বিএসএফ শুক্রবার গভীর রাতে তাকে গোমস্তাপুর উপজেলার অজ্ঞাত এক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। শুকবার রাতে সে গোমস্তাপুর থানা পুলিশের নিকট আশ্রয় নেয়।

এদিকে, শনিবার রাতে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফজলে বারী তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন