ডার্ক মোড
Tuesday, 24 December 2024
ePaper   
Logo
মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমী'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমী'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, সিলেট।

মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমী'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার দুপুর ২টায় একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমি’র সভাপতি আলহাজ্ব জিয়াউর রহমান, পরিচালনা করেন অত্র একাডেমি’র প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন রাজু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মানিত পরিচালক আলহাজ্ব কাপ্তান হোসেন।

বিশেষ অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিকদলের সহ-সভাপতি শাহ আব্দুল মুকিত, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ, ৮নং মোগলাবাজার ইউনিয়ন শ্রমিকদল শাখা’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, ৮নং মোগলাবাজার ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর কামরানুল ইসলাম অপু, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মোহাম্মদ মাহবুব আহমদ, মোগলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সায়েম আহমদ, মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমি’র অভিভাবক সদস্য মোঃ কামরান আলম, অত্র একাডেমি’র অভিভাবক ফারহাদ আহমদ, অত্র একাডেমি’র ক্রীড়া সদস্য সুফিয়ান আহমদ আরো উপস্থিত ছিলেন অত্র একাডেমির অভিভাবকগন ও সহকারী শিক্ষক বৃন্দগন, অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে কাপ্তান হোসেন বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন