ডার্ক মোড
Tuesday, 24 December 2024
ePaper   
Logo
কুলাউড়ায় ২ লক্ষাধিক টাকার আগর কাঠ আটক

কুলাউড়ায় ২ লক্ষাধিক টাকার আগর কাঠ আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়া উপজেলায় অবৈধভাবে পরিবহনের সময় আগর কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বনবিভাগ। ২২ ডিসেম্বর রোববার রাত ১১ টায় কাঠ বোঝাই গাড়ী জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

বন বিভাগ কুলাউড়া রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, কুলাউড়া রেঞ্জ অফিসার মো: আব্দুল আহাদের নেতৃত্ব কুলাউড়া- জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতিসম্পন্ন একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া রেঞ্জের স্টাফরা। তখন বন বিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে পারেনি। তখন আগর গাছ বোঝাই ট্রাক জব্দ করে বনবিভাগ। জব্দকৃত কাঠের পরিমান ৭২ ঘনফুট।যার বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা।

এব্যাপারে বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মো আব্দুল আহাদ জানান, অবৈধভাবে মূল্যবান আগরকাঠ পাচারের সময় একটি ট্রাক ও কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন