ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে অ্যাক্রেডিটেশন জমা দিল এআইইউবি

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে অ্যাক্রেডিটেশন জমা দিল এআইইউবি

নিজস্ব প্রতিবেদক

দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন বিষয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। ইতোমধ্যে ৩০টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৩১টি প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের জন্য অভিপ্রায় ব্যক্ত করেছে। তারই পরিপ্রেক্ষিতে কাউন্সিল দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অভিপ্রায় ব্যক্ত করা বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ও অফলাইন ওয়ার্কশপ ও পরামর্শ প্রদান করে আসছে।
এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বাংলাদেশে প্রথমবারের মতো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনপত্র জমা করেছে।

আনন্দঘন এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, কাউন্সিলের পূর্নকালীন সদস্য ইসতিয়াক আহমদ এবং প্রফেসর ড. গুলশান আরা লতিফা। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিল সচিব প্রফেসর এ. কে. এম. মুনিরুল ইসলাম, অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদসহ অন্যান্য পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং কর্মকর্তা কর্মচারীরা।

এ সময়ে এআইইউবির পক্ষে আবেদন জমা দেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. ফারহিন হাসান। এ সময় উপস্থিত ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান নাফিজ আহমেদ চিশতী ও সুস্মিতা ঘোষসহ আইকিউএসির অন্যান্য কর্মকর্তারা। আনন্দঘন এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন বিভাগের উপপরিচালক ড. রীতা পারভীন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন