ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা পাচ্ছেন ১০ হাজার শিক্ষার্থী

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা পাচ্ছেন ১০ হাজার শিক্ষার্থী

নিজ্বস প্রতিনিধি

 
শিক্ষার্থীদের হতাশা ও মানসিক চাপ মোকাবিলায় দেশে প্রথমবারের মতো বড় পরিসরে গ্রহণ করা হয়েছে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ হাজার শিক্ষার্থী মানসিক সহায়তা পাচ্ছেন। তাছাড়া শিক্ষার্থীদের প্রকৃত চাহিদা নিরূপণে ‘র‌্যাপিড নিডস অ্যাসেসমেন্ট’ নামে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।


সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এর সঠিকতা যাচাইয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জুলাই আন্দোলনের অভিঘাতে শিক্ষার্থীদের মধ্যে মানসিক হতাশা তৈরি হয়েছে, যা তাদের শিক্ষা ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এই সমস্যা থেকে উত্তরণে আমরা সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প গ্রহণ করেছি।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন