বাংলাদেশের কল্যাণে কাজের অঙ্গীকার দুই রিপাবলিকান সিনেটর ও রিপ্রেজেনটেটিভের
যুক্তরাষ্ট্র ব্যুরো
রিপাবলিকান পার্টির স্টেট সিনেটর বিল গ্যানন এবং স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল বি খান দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, সুশাসন এবং গণতান্ত্রিক অভিযাত্রায় সর্বাত্মক সহায়তা দিয়ে যাবেন। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথেও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে দ্বিধা করবেন না।
গত ৫ নভেম্বরের নির্বাচনে নিউ হ্যামশায়ার স্টেটে ষষ্ঠবারের মত স্টেট সিনেটর নির্বাচিত হওয়ায় বাংলাদেশি আমেরিকান আবুল বি খান এবং চতুর্থ মেয়াদের জন্যে স্টেট সিনেটর বিল গ্যাননকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনকালে বিল গ্যানন এবং আবুল খান আরো বলেন, বাংলাদেশের মানুষেরা অত্যন্ত মেধাবী এবং কঠোর পরিশ্রমী। তারা আমেরিকার সামগ্রিক উন্নয়নে অবদান রাখছেন। এ জন্যে তাদের প্রিয় মাতৃভূমির সার্বিক কল্যাণে আমরা কাজ করতে দ্বিধা করব না। সাধ্য অনুযায়ী সচেষ্ট থাকব।
নিউ হ্যামশায়ার স্টেটের সীব্রুকস সিটিতে ১০ নভেম্বর রবিবার অপরাহ্নে মনোরম পরিবেশে অনাড়ম্বর এ সংবর্ধনা-সমাবেশে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ -এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির চেয়ারম্যান ও সিইও আলিম খান আকাশ, সমাজ-সংগঠক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুল হক, খ্যাতনামা নির্মাণ ব্যবসায়ী মো. জাফরউল্লাহ, আফসার খান প্রমুখ সিনেটর বিল গ্যানন এবং রিপ্রেজেনটেটিভ আবুল খানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, পিরোজপুরের সন্তান আবুল বি খান রিপাবলিকান পার্টির সাংগঠনিক কাঠামোর সাথে দীর্ঘদিন যাবত জড়িত থাকায় প্রেসিডেন্ট ট্রাম্পের সান্নিধ্যেও রয়েছেন। সেই সম্পর্ক কাজে লাগাতে চান প্রিয় মাতৃভূমির সামগ্রিক কল্যাণে।