বরিশালে তারুণ্যের উৎসব উদ্বোধন
বরিশাল ব্যুরো
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে গতকাল ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দিন, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আলাউল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, সুধিজন প্রমূখ। ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত উৎসব চলবে।
উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি বেলস পার্কে গিয়ে শেষ হয় পরে সেখানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।