বরিশালে ডিএইচএল এর শাখা উদ্বোধন
বরিশাল ব্যুরো
জার্মানভিত্তিক লজেস্টিক কোম্পানি ‘ডিএইচএল’ (DHL) বরিশালে শাখা খুলেছে। কুরিয়ার, প্যাকেজ ডেলিভারি এবং এক্সপ্রেস মেইল সেবা দিতে এই কোম্পানি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রসারিত করতে যাচ্ছে। রোববার (১০ নভেম্বর) বাদ আসর শহরের নবগ্রাম রোডের হাতেম আলী কলেজ সংলগ্ন কোম্পানিটি তাদের বিভাগীয় অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে।
সাদামাটা আয়োজন এবং ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করেন বরিশালের সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ ও এটিএন নিউজের বরিশাল ব্যুরোপ্রধান হুমায়ন কবির। উদ্বোধনী আয়োজনে সুশীলসমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
প্রতিষ্ঠানটির বরিশাল অঞ্চলের কর্ণধর দেশ জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মির্জা রিমন জানান, জার্মানভিত্তিক লজেস্টিক কোম্পানি ‘ডিএইচএল’ ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর বা জেলা শহরে এতদিন সার্ভিস দিয়ে আসলেও দক্ষিণ জনপদে এর কার্যক্রম এতটাই গতিশীল ছিল না। ফলে বিদেশ থেকে পণ্য পরিবহনে বরিশালের মানুষ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত ছিল। রোববার ডিএইচএলের আনুষ্ঠানিক যাত্রা বরিশালবাসী এবং প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজন মেটাতে আগামী দিনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান মির্জা রিমন। এর আগে প্রতিষ্ঠানটির শাখা অফিস উদ্বোধন ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
খুশির খবর হচ্ছে, ডিএইচএলের মাধ্যমে বিদেশ থেকে যেকোনো পণ্য স্বল্পদিনের মধ্যে দেশে পাঠানো সম্ভব এবং এতে কোনো রুপ ভোগান্তি পোহানোর সুযোগ থাকছে না। বোরবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুর রহমান, বরিশাল মডেল স্কুল ও কলেজের প্রভাষক মামুন, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন বরিশালের সাধারণ সম্পাদক অ্যালবার্ট বল্লভ রিপন, যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার ও দেশ জনপদ পত্রিকার নির্বাহী সম্পাদক এসএন পলাশ, রূপালী বাংলাদেশ পত্রিকার বরিশাল ব্যুরোপ্রধান ও বরিশালটাইমস পত্রিকার বার্তা সম্পাদক হাসিবুল ইসলাম, দেশ জনপদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সজীব, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন এবং স্পেন প্রবাসী শামীম রেজাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।’