
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও দিনভর কর্মসূচি
বগুড়া সংবাদদাতা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনভর বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, বিনামূল্যে চিকিৎসা সেবা, সমাবেশ, র্যালি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় শহরজুড়ে।
সোমবার সকালে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এরপর সকাল সাড়ে ১০টায় শহরের দত্তবাড়ীর শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন দলীয় নেতারা। ড্যাব বগুড়ার সহযোগিতায় এই কার্যক্রমে অসহায় ও দরিদ্র মানুষদের চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়। এতে বহু রোগী অংশ নেন।
বাদ যোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের অগ্রগতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।
বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
এছাড়া সমাবেশে বক্তব্য দেন এডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, কাজী রফিকুল ইসলাম, হাজি মোশারফ হোসেন, আহসানুল তৈয়ব জাকির, এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশ শেষে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা এলাকায় গিয়ে শেষ হয়। বাদ্যযন্ত্র, দলীয় ও জাতীয় পতাকা, দলীয় প্রতীক নিয়ে নেতাকর্মীরা নেচে-গেয়ে র্যালিতে অংশ নেন। এতে জেলার বিভিন্ন উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও যোগ দেন।
সন্ধ্যায় সাতমাথা এলাকায় জিয়াউর রহমানকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়ার অবদান তুলে ধরা হয়। এতে উপস্থিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাতার স্মৃতিচারণা করেন।
কর্মসূচিতে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশসহ অনেকেই।
বিএনপির বর্ষপূর্তির দিনব্যাপী এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দলীয় নেতারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এসব আয়োজন করা হয়েছে।