ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
বগুড়ায় প্রধানমন্ত্রীর ঘর বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

বগুড়ায় প্রধানমন্ত্রীর ঘর বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সদরে প্রধানমন্ত্রীর গৃহহীনদের দেওয়া উপহারের ঘর বিক্রি করায় একজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল ১০ টায় এরুলিয়া ইউনিয়নের কদমতলী আশ্রয়ণ প্রকল্পে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তি জামরুল শেখ (৫২)। তিনি ওই এলাকার মৃত ছায়েদ আলী শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত জামরুলকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি বাড়ির দলিলও জব্দ করেছে।

বিষয়টি ভোরের আকাশ কে নিশ্চিত করেছেন ইউএনও ফিরোজা পারভীন।

এ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য এরুলিয়া ইউনিয়নের কদমতলীতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে৷ ওই প্রকল্পের ১২ নম্বর বাড়ি জামরুল গৃহহীন হওয়ায় বরাদ্দ পান।

তবে তিনি প্রতারণার আশ্র‍য় নিয়ে ওই প্রকল্পের আরেক বাসীন্দা ইদ্রিস আকন্দের কাছে ৭০ হাজার টাকায় বরাদ্দ পাওয়া ঘরটি বিক্রি করে দেন৷ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামরুলকে কারাদণ্ড দেওয়া হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রির সাথে কোন চক্র বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই ঘরগুলো প্রাপ্য মানুষদের হাতে তুলে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন