ফেনী জেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
ফেনী প্রতিনিধি
বৃহস্পতিবার ফেনী জেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০.০০ ঘটিকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে পায়রা উড়িয়ে দিবসের প্রথম কর্মসূচি ওয়াকাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
ওয়াকাথন প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় " কল্যাণরাস্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা"। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত মুক্ত আড্ডায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।
আড্ডায় অংশ নিয়ে মতামত দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন ছাত্র প্রতিনিধি। এছাড়া স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের নির্বাহীগণ আড্ডায় অংশ নিয়ে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ধাপে ধাপে বাংলাদেশ কল্যাণরাস্ট্রের দিকে এগিয়ে যাবে।
এ লক্ষ্যে সকলকে যার যার কাজটুকু সঠিকভাবে পালন করতে হবে।মুক্ত আড্ডা শেষে ওয়াকাথন প্রতিযোগিতায় ছয়জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।