ডার্ক মোড
Monday, 23 June 2025
ePaper   
Logo
ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও নাটক

ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও নাটক

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম)

“আমরা সবাই শপথ করি বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ১৮ মে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী মাষ্টার পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত কাশিপুর যুব সংগঠনের আয়োজনে, চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে খেলাধুলা, কুইজ, অভিভাবক সমাবেশ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক একটি নাটক "খুকির বিয়ে" মঞ্চায়ীত করেছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজোয়াটারী মাস্টার পাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জোসেফ আলী। 
 আরো উপস্থিত ছিলেন, আজোয়াটারী মাস্টার পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাস চন্দ্র ভৌমিক, শাহনাজ পারভীন,মহিদেব যুব কল্যান সমিতির চাইল্ড নট ব্রাট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নুরজাহান খাতুন,জাহিদ হাসান,আলোকিত কাশিপুর যুব সংগঠনের সদস্য টুম্পা রাণী,কৃষি ও জলবায়ু পরিবেশ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, সদস্য জুয়েল রানা সহ আরো অনেক।

এ সময় বক্তারা বাল্যবিবাহ অর্থাৎ কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে না দেয় সে বিষয়ে অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন