ডার্ক মোড
Thursday, 02 May 2024
ePaper   
Logo
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি

”প্রাণি সম্পদে ভরবো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণি সম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী/ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার (১৮ ই এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্তরে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ মামুন ও গীতা পাঠ করেন সঞ্জয় শংকর রায়।

প্রাণি সম্পদ প্রদর্শণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠানের সদস্য সচিব ডা. রবিউল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভিডিও কলে কথা বলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুসফিকুর রহমান বাবুল, আরো উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা,জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, ফুলবাড়ী আনসার ও ভিডিপি কর্মকর্তা, ৩ নং কাজীহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,৭ নং ইউপি চেয়ারম্যান সামিদুল ইসলাম। ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু।

উদ্বোধনী প্রদর্শণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারী সার্জেন ডাঃ নেয়ামত আলী। প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে ঘোড়া, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সহ বিভিন্ন প্রজাতির পশুপাখি খামারিরা এনে প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন।

পরিশেষে দুটি খামারিকে দুধ উৎপাদনে সফরতার জন্য পুরষ্কার স্বরূপ চেক ও সনদ প্রদান করেন। এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সংবাদিকগণ সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,যুগ্ম সম্পাদক আনোয়ার সাদাত, সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ ও দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকাররম হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকার খামারীসহ প্রাণিসম্পদ পালনকারী নারী ও পুরুষ, ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে সকাল থেকেই বিপুল সংখ্যক সব বয়সি নারী ও পুরুষের দর্শনার্থীর সমাগম ঘটে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন