ডার্ক মোড
Monday, 06 May 2024
ePaper   
Logo
ফুলবাড়ীতে পথচারীদের স্বস্তি দিতে শরবত বিতরণ

ফুলবাড়ীতে পথচারীদের স্বস্তি দিতে শরবত বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

তীব্র খরতাপের মাঝে পথচারীদের একটু স্বস্তি দিতে ফুলবাড়ীতে ঠান্ডা শরবত বিতরণ করেছে মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সংগঠনটি পথচারীদের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করেন। এসময় শরবত পেয়ে ক্লান্ত পথচারীরা প্রসংশা করেছেন এ উদ্যোগের।

গঠনটি বুধবার দুপুর ১২টা ৫০ থেকে দুইটা ৫০ মিনিট পর্যন্ত ফুলবাড়ীর হানিফ কাউন্টার মোড় হতে শরবত বিতরণ শুরু করেন। তারা পথচারী, পথশিশু, রিকশাওয়ালা ও বিভিন্ন কাজে রাস্তায় চলাচলরত জনসাধারণের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করেন।

শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ডঃ সোলায়মান মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ সম্পাদক মাওলানা মাবুদ হাসান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক সারেজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মেহেদুল ইসলাম ও সদস্য রাসেল মাহমুদ প্রমুখ।

এসময় সংগঠনটির নেতারা বলেন,আবহাওয়া অফিসের তথ্যমতে আজ দিনাজপুরের তাপমাত্রা ৪০.০৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র দাবদাহে বিশেষ প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে না বের হওয়া উচিত। পাশাপাশি হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য বেশি বেশি তরল জাতীয় খাবার গ্রহন এবং ঠান্ডা জায়গায় অবস্থান করতে হবে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতেই আমাদের এ উদ্যোগ।

এছাড়া তারা পথশিশু, রিকশাওয়ালা, বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া জনসাধারণের মাঝে শরবত তৈরিতে চিনি ও মালটা সরবরাহ কওে প্রায় ১২০০ বোতল ঠান্ডা শরবত বিতরণ করে। আগামীতে তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণের লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এধরনের আরও কর্মসূচি পালনের জন্য সকলকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহŸান জানায়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন