ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
ফুলবাড়ীতে ট্রেনে কেটে শিক্ষক ও সড়কে ভ্যান যাত্রী নিহত

ফুলবাড়ীতে ট্রেনে কেটে শিক্ষক ও সড়কে ভ্যান যাত্রী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে একই দিনে ট্রেনে কেটে শিক্ষক ও কাভার্ডভ্যানের ধাক্কায় সামসুল হক (৭০) নামে ব্যাটারিচালিত ভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়।

নিহত অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক নবাবগঞ্জ উপজেলার শালঘড়িয়া গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম (৭০)। ফুলবাড়ী পৌরসভা ৬ নং ওয়ার্ডে স্বজনপুকুর গ্রামের রেললাইনে উপর পার্ব্বতীপুরগামী তিতুমীর এসপ্রেসে ১২ টা ৫০ মিনিটে আত্মহত্যা করেন । তাঁর পরিবারের লোকজন এসে দ্রæত মরদেহ বাসায় নিয়ে দাফন কার্য সম্পন্ন করেন।।

অপরদিকে ফুলবাড়ীর বারোকোনা নামক স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় সামসুল হক (৭০) নামে ব্যাটারিচালিত ভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। এতে ভ্যানের অপর ৩ যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল পোনে ৮টার দিকে ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বারোকোনা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সামসুল হক পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের পুত্র। তিনি পেশায় একজন জেলে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুরগামী স্প্রিট বহনকারী কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ন ২০-২৪০১) বিপরীত দিক থেকে আসা ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। ভ্যানের ৩ যাত্রী শফিকুল (৫০), মাবুদ (৩২) ও রফিকুলকে (৩১) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, কাভার্ডভ্যানটির চালক ও তার সহকারী পলাতক রয়েছে।নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন