ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
ফুলবাড়ীতে খনি আন্দোলনে নিহতদের সস্মণে স্মরণ সভা

ফুলবাড়ীতে খনি আন্দোলনে নিহতদের সস্মণে স্মরণ সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে শেষ হয়নি। আমরা এখনো পুর্ন স্বাধীনতা অর্জন করতে পারিনি। আমরা এখনো যুদ্ধ করে যাচ্ছি। চিকিৎসায়, সড়কে, আর্থিক, শিক্ষায় সবক্ষেত্রে এখনো আমাদের স্বাধীনতা আসেনি। সে সবের জন্য আমাদের এখনো যুদ্ধ করে যেতে হচ্ছে।

মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেকে সামনে থেকে যুদ্ধ করেছে, আবার কেউ লিখুনির মাধ্যমে, মা-বোনেরা রান্না করে, খাবার সরবরাহ করে,আহত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে। সামনে পিচনে সবার ভুমিকা এক রকম থাকেনা। কিন্তু সবার ভুমিকা গুরুত্বপুর্ন। একজন পিচন থেকে সংগঠিত করছেন, কেউ কথা বলছেন, কেউ চাঁদা তুলছেন, কতো রকম কাজ থাকে একটা আন্দোলন তৈরি করতে। সেসময় আমরা খেয়াল করিনা।

আসে-পাশে সামনে আমরা যাদের দেখি তাদের ভুমিকা আমরা স্বরন করি। ফুলবাড়ী খনি আন্দোলনে মুক্তিযোদ্ধা এস এম খালেক সেরকম একজন মানুষ। মুক্তিযুদ্ধ শেষ করেও আবার ফুলবাড়ী খনি আন্দোলনে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ যে শেষ হয়নি তিনি তার প্রমান। পরে ভালো চিকিৎসা না পাওয়ায় মৃতু বরন করেন।

বাংলাদেশে যারাই লুটপাট, চুরি, দুর্নীতি, রাহাজানি সন্ত্রাসি জাতীয় স্বার্থ-বিরোধী কাজের সাথে জড়িত, তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। সে মুখে যাই বলুক। চিকিৎসার জন্য আমরা এখনো ভারতে যাচ্ছি। আর্থিক ভাবে দেশ এখনো সাবলম্বি নয়। শিক্ষায় এখনো বিদেশে পাড়ি জমাচ্ছি। সড়কে প্রতিদিন আমাদের দু:সংবাদ শুনতে হচ্ছে।

ফুলবাড়ীতে কয়লাখনি বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠকদের স্মরণে জেলা পরিষদ ডাকবাংলোতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন, অর্থনীতিবিদ জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ্য বন্দর রক্ষার জাতীয় কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যপক আনু মোহাম্মদ।

শনিবার (২০শে এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী যমুনা নদী সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষার জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহব্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্টিত হয়।

স্মরন সভার শুরুতেই কোরআন তেলোয়াত করেন, সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল ও গীতা পাঠ করেন, শীবু। স্মরণ সভার প্রয়াত আকতারুল সরকার বকুল, আব্দুল জব্বার, দ্বীপ চাঁদ গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা এস এম এ খালেক, আব্দুল মতিন, ইন্দ্রজিৎ দাস শিবু, আরিফুল ইসলাম, রবীন্দ্রনাথ সরেন, সৌমিক করিম অর্জুন, মুক্তার হোসেন, গোলাম মোস্তফা চিস্তি’র স্মরণে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ্য বন্দর রক্ষার জাতীয় কমিটির আহব্বায়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ আলতাফ হোসেন, বাংলাদেশ কমিনিস্ট পার্টির নেতা মোশারফ হোসেন নান্নু, কেন্দ্রীয় কমিটির নেতা সদস্য সচিব মনিরুজ্জামান মনির। ফুলবাড়ী তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ্য বন্দর রক্ষার জাতীয় কমিটির আহব্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সদস্য সচিব জয়প্রকাশ নারায়ন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ্য বন্দর রক্ষা কমিটির সাবেক সদস্য এসএম নুরুজ্জামান, সদস্য মাহমুদুল হাসান বাবু, ওয়াকার্স পার্টির ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, সিপিবি’র সদস্য মোঃ গোলাম কিবরিয়া, ফুলবাড়ী উপজেলা কমিনিষ্ট লীগের আহব্বায়ক সঞ্চিত প্রশাদ জিতু, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ্য বন্দর রক্ষার জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার সদস্য, এমএ কাইয়ুম, সদস্য মোঃ হামিদুল হক। স্মরণ সভায় মৃত্যুবরণকারী পরিবারের সকল সদস্যসহ সংগঠনের শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ইতি পূর্বে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য এইস্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় অত্মার মাগফেরত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আয়োজনে ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ্য বন্দর রক্ষার জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন