ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামে জাকের পার্টির প্রতিবাদ মিছিল

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামে জাকের পার্টির প্রতিবাদ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরাইলীদের আগ্রাসন ও নির্বিচারে শিশুসহ সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে জাকের পার্টি ইসলামী জনসভা শেষে মহাসড়কে প্রতিবাদ মিছিল করেছে। শুক্রবার সকালে খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা জাকের পার্টির ইসলামী জনসভা শেষে প্রতিবাদ মিছিলটি শহর প্রদক্ষিণ করে।

এসময় খলিলগঞ্জ বাজার থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। প্রতিবাদ মিছিলে নিরিহ-নিরস্ত্র ফিলিস্তিনী নাগরিকদের উপর নির্বিচারে বোমা হামলার প্রতিবাদ জানানো হয়।

পরে খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা জাকের পার্টির সভাপতি সাহেব মিয়ার সভাপতিত্বে বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মীদের উদ্যোশে বক্তব্য রাখেন, জাকের পার্টির যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান আনছারী, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলী, জেলা যুবফ্রন্টের সভাপতি মশিউর রহমান চাঁদ, ছাত্রফ্রন্টের কেন্দীয় সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরি প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন