ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে বিইউএইচএস র‌্যালী ও মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে বিইউএইচএস র‌্যালী ও মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর সচেতন ছাত্র-ছাত্রীরা গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবীর প্রতি সংহতি জানিয়ে ৯ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন দারুস সালাম রোডে র‌্যালী ও মানববন্ধন করে। বিইউএইচএস-এর উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ডীনস, রেজিস্ট্্রার , প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ ছাত্রছাত্রীরদের কর্মসূচীর প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

র‌্যালীতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা “ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ জেনোসাইড”, “নো ওয়ার, “রেসটোর পিস” লেখা নানা ধরণের প্ল্যাকার্ড বহন করে ফিলিস্তিনে সকল ধরণের ইসরাইলী হামলার তীব্র প্রতিবাদ জানায়। বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করে তারা দেশটির স্বাধীনতা আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে। র‌্যালী শেষে তারা বিইউএইচএস-এর মূল ফটকের সামনে মানব বন্ধন করে।

মানব বন্ধনে উপস্থিত, বিইউএইচএস’র উপাচার্য অধ্যাপক ফরিদুল আলম তাঁর বক্তৃতায় বলেন, “ফিলিস্তিনের উপর ক্রমাগত ইসরাইলী হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লক্ষাধিক মানুষকে বসত বাড়ী হতে উচ্ছেদ করা হয়েছে, নারী ও শিশু সহ সে দেশের সকল মানুষ আজ চরম মানবেতর জীবন যাপণ করছে, যা আজ বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে । আমরা ফিলিস্তিনে ইসরাইল সহ সকল আগ্রাসনের তীব্র নিন্দা জানাই এবং সে দেশের সকল নাগরিকের সুরক্ষা চাই।” তিনি ফিলিস্তিনে ইসরাইলী হামলা বন্ধে এবং দেশটির স্বাধীনতা দাবীর সমর্থনে বিশ্বব্যাপী সকল কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করেন।

এ সময় ছাত্রছাত্রীদের কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করে উপস্থিত সকল ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাদের কর্মসূচীতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বিশ্বাবদ্যালয়ের পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের এলায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. শারমীন পারভীন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. জাহিদ হাসান, প্রক্টর ডা. নাসরীন নাহার সহ শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ সহ সহস্্রাধিক ছাত্রছাত্রী র‌্যালী ও মানব বন্ধনে অংশগ্রহণ করেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন