ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
ফিজিওথেরাপি একটি স্বতন্ত্র ও বিজ্ঞানসম্মত চিকিৎসা

ফিজিওথেরাপি একটি স্বতন্ত্র ও বিজ্ঞানসম্মত চিকিৎসা

ডা : মো : ইয়াসীন আলী, পিটি

ফিজিওথেরাপি একটি সাইন্টেফিক,অথেন্টিক ও এভিডেন্স বেইজড চিকিৎসা ব্যবস্থা। যা প্রথম ১৯৭১ সালে বাংলাদেশে যুদ্ধাহতদের পুনর্বাসনের জন্য এবং পরবর্তীতে ১৯৭৩ সালে একাডেমিক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের একটি ফিজিওথেরাপিস্ট টিমের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের মেডিসিন ফ্যাকাল্টির মাধ্যমে এই চিকিৎসা ব্যবস্থার "ব্যাচেলর অব ফিজিওথেরাপি" ডিগ্রি চালু করেন।

যার ধারাবাহিকতায় বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থায় যে কোনো ধরনের বাত ব্যথা ও প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন চিকিৎসার জন্য ফিজিওথেরাপি একটি বড় অবদান রেখে আসছে।

একজন ব্যাচেলর ডিগ্রিধারি ফিজিওথেরাপিস্ট সম্পুর্ন স্বাধীন ও সতন্ত্র ভাবে একজন রোগীর রোগ নির্ণয় করে চিকিৎসা দিয়ে থাকেন।

তারই ধারাবাহিকতায় ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা মিরপুর-১০ এ গড়ে উঠা মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টার (হেলাল ডায়াগনস্টিক সেন্টার এর ২য় তলা) যার প্রধান বৈশিষ্ট্য হলো একজন রোগীর প্রোপার এ্যাসেসমেন্ট করে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করা, যা একজন রোগীকে দ্রুত সুস্থ করে তোলে। এই প্রতিষ্ঠানে রয়েছে অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক এবং উন্নত মানের ফিজিওথেরাপি ইকুইপমেন্টস।

আমরা এই প্রতিষ্ঠানে সর্বদা অথেন্টিক ও এভিডেন্স বেইজড চিকিৎসা প্রদান করে থাকি।
বাংলাদেশের অসংখ্য মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে বিভিন্ন দেশে গিয়ে থাকে, আমরা আত্নবিশ্বাসের সাথে বলতে চাই আপনারা দেশের বাইরে যাওয়ার আগে একবার আমাদের সাথে সাক্ষাৎ করুন আশা করি আপনারা দেশেই সঠিক চিকিৎসা পাবেন যা আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে।

যে সব রোগের চিকিৎসা করা হয় :

কোমর ব্যথা (PLID), ঘাড় ব্যথা, হাটু ব্যথা, মেরুদন্ডের যে কোনো সমস্যা, শোল্ডার বা কাধের সমস্যা, যে কোনো ধরনের আর্থ্রাইটিস বা হার ক্ষয়জনিত সমস্যা, যে কোনো ধরনের আঘাত জনিত সমস্যা, যে কোনো ধরনের প্যারালাইসিস জনিত সমস্যা।

লেখক, পিটি বিপিটি (ডিইউ), পিজিটি- ইন অর্থোপেডিক/ম্যানিপুলেশন থেরাপি (ইউ কে), সিরিয়াক্স কন্সেপ্ট (ম্যানিপুলেশন) এপিএমসি (ঢাকা), সার্টিফিকেট ইন স্পাইনাল ম্যানুয়াল থেরাপি (ইন্ডিয়া), ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট বাত ব্যথা,প্যারালাইসিস ও রিহ্যাবিলিটেশন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন