
ফলোআপ : নিখোঁজের তিনদিন পর সুনামগঞ্জে এমপি মনোনয়ন প্রত্যাশী জমিয়ত নেতার মরদেহ নদী থেকে উদ্ধার
সিলেট ব্যুরো
নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে জেলার দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা।
প্রসঙ্গত,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নপ্রত্যাশী ও দলটির জেলা শাখার সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী মঙ্গলবার রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছিলেন তার পরিবার।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার গাজীনগরে নিজ বাসভবন থেকে সুনামগঞ্জ শহরের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহত মাওলানা মুশতাকের স্ত্রী স্ত্রী রুবি বেগম জানান, গেল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফোনে মুশতাক বলেন, আমি এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরব। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকন উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জের দিরাই সড়ক মোড় এলাকায় সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা গেছে, এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহতের মরদেহ জেলা সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) জাকর হোসাইন বলেন, ময়নাতদন্তের পর কি ভাবে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিহত হলেন তা নিশ্চিত হওয়া যাবে।