ডার্ক মোড
Sunday, 05 January 2025
ePaper   
Logo
প্রবাসীর ১০ লক্ষ টাকা ও গাড়ি আত্মসাৎ সবুজ সরদার নামের এক যুবকের, চলেন ভুয়া সাংবাদিক পরিচয়ে

প্রবাসীর ১০ লক্ষ টাকা ও গাড়ি আত্মসাৎ সবুজ সরদার নামের এক যুবকের, চলেন ভুয়া সাংবাদিক পরিচয়ে

সিলট ব্যুরো

সিলেটের শাহপরাণ থানা এলাকার এক লন্ডন প্রবাসীর বাড়ি থেকে ১০ লক্ষ টাকা ও দামি গাড়ি নিয়ে সবুজ সরদার নামের এক যুবক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ৪০৬ ও ৪২০ ধারায় আদালতে মামলা করেছেন ওই ভুক্তভোগী লন্ডন প্রবাসীর মামা। উক্ত মামলায় অভিযোগ প্রমানিত হয়েছে মর্মে আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেছেন দায়িত্বরত শাহপরাণ (রহঃ) থানার এস.আই অনুপ কুমার চেীধুরী।

মামলার সূত্রে জানা যায় ২০২২ সালের ১০ই ফেব্রুয়ারি ওই প্রবাসী দেশে আসলে কেয়ারটেকার সবুজ সরদার ওই প্রবাসীকে একটি প্রাইভেট কার ক্রয় করার জন্য অনুরোধ করেন। তার কথায় ওই প্রবাসী একটি গাড়ী ক্রয় করেন। ২০২২ সালের ২৬ শে জুলাই ভুক্তভোগী প্রবাসী লন্ডনে চলে যাবার আগে গাড়ীটি সবুজের হেফাজতে রেখে যান। গাড়ী ছাড়াও প্রবাসীর নিজের জমির খাজনা ও নামজারী করার জন্য সবুজকে আরো ৫ লাখ টাকা দিয়ে যান। লন্ডনে গিয়ে ওই প্রবাসী তার মামাকে (মামলার বাদী) দেয়ার জন্য ২০২৩ সালের ২ জানুয়ারি ১ লক্ষ ২০ হাজার টাকা, ১৬ জানুয়ারি ২০ হাজার টাকা, ৬ই ফেব্রুয়ারি ১ লক্ষ ২০ হাজার টাকা, ও ২৮ ফেব্রয়ারি ১০ হাজার টাকা সহ বিভিন্ন তারিখে সর্বমোট ৫ লক্ষ টাকা সবুজের নিকট পাঠান। কিন্তু সবুজ তাকে না দিয়ে পুরো টাকাটাই আত্নসাৎ করেন।

জমির খাজনা ও নামজারী বাবদ পাঠানো ৫ লক্ষ ও তার হেফাজতে থাকা গাড়ি বিক্রি করে সব মিলে প্রায় ১০ লক্ষ টাকার বেশি আত্নসাৎ করেন প্রতারক সবুজ সরদার।

পরবর্তীতে প্রবাসীর মামা একাধিকবার সবুজের সাথে যোগাযোগ করে তার কাছে থাকা গাড়ির কাগজপত্র ও তার নেয়া ১০ লক্ষ টাকা ফেরত চাইলে বার বার দেয়ার প্রতিশ্রুতি দিলেও ফেরত দেননি প্রতারক সবুজ সরদার। এমনকি এক পর্যায়ে ফোন বন্ধ করে রাখেন সবুজ সরদার। পরে উপায়ান্তর না পেয়ে আদালতে মামলা করেন প্রবাসীর মামা উনু মিয়া। যার সি.আর মামলা নং-১৭৩/২০২৩, তারিখ: ০২-০৫-২০২৩ইং।

অভিযুক্ত সবুজ সরদার যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের আয়ুব সরদারের ছেলে। বর্তমানে তিনি ঢাকার অফতাব নগরে বসবাস করেন বলে জানা গেছে।

সবুজ সরদারের নিজ এলাকা অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে অনুসন্ধানে জানা গেছে,সবুজ সরদার পেশাদার একজন প্রতারক। প্রতারনা তার পেশা। দেশের বিভিন্ন এলাকায় প্রতারনা করে সে কোটি কোটি টাকা হাতিয়েছে। তার প্রতারনার ফাঁদে পা দিয়ে অনেকে সর্বশান্ত হয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে ধনাঢ্য লোক টার্গেট করে তার সাথে সখ্যতা গড়ে তোলে ও আস্থা অর্জনের কিছু দিনের মধ্যে সর্বস্ব লুট করে কেটে পড়ে। এলাকায় বিভিন্ন লোজনকে চাকুরী দেয়া, বিদেশ পাঠানো ও নানাবিধ প্রলোভন দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে প্রতারক সবুজ সরদারের সাথে কথা বললে তিনি তার বিরুদ্ধে হওয়া মামলার কথা কিছু না বলে এড়িয়ে গিয়ে নিজেকে 'ডেইলি ট্রাইবুনাল' পত্রিকার সাংবাদিক ও তিনি সচিবালয় বিটে কাজ করেন বলে জানান।

ডেইলি ট্রাইবুনাল পত্রিকার সাথে যোগাযোগ করে প্রতারক সবুজের ছবি পাঠিয়ে তিনি সাংবাদিক কি না নিশ্চিত হওয়ার জন্য জানতে চাইলে জি.এম (এডমিন) ইমরান জানান সবুজ সরদার নামে আমাদের কোন প্রতিনিধি নেই। তিনি আরো বলেন কেউ যদি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ভুয়া সাংবাদিক পরিচয় দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগী প্রবাসীর দাবি অতি দ্রুত যাতে প্রতারক সবুজ সরদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে দ্রুত গ্রেফতার করা হয় অন্যথায় প্রতারক সবুজ বিদেশে চলে যাওয়ারও আশঙ্কা প্রকাশ করেন ভুক্তভোগী প্রবাসী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন