ডার্ক মোড
Monday, 29 April 2024
ePaper   
Logo
প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা দেখালেন পুলিশ সদস্য

প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা দেখালেন পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে নিজের কোলে নিয়ে পবিত্র কাবা শরীফ দেখিয়েছেন সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য। প্রতিবন্ধী ওই ব্যক্তি মক্কায় ওমরাহ করতে গিয়েছিলেন।

সংবাদমাধ্যম স্কাই নিউজ অ্যারাবিক জানিয়েছে, ওই পুলিশ সদস্য দেখতে পেয়েছিলেন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে ও উঁচু বেড়া থাকায় ওই ব্যক্তি কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না। তখন তিনি তাকে সাহায্য করতে এগিয়ে যান। ওই ব্যক্তি একজন প্রবাসী ছিলেন।

কেউ একজন এ ঘটনার ভিডিও ধারণ করেন এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়।

সাধারণ মানুষ ওই পুলিশ সদস্যের প্রশংসা করেছেন। নেটিজেনরা তাকে তার মহানুভবতার জন্য পুরস্কৃত করার আহ্বানও জানিয়েছেন।

পবিত্র রমজান মাসে হাজার হাজার মানুষ ওমরাহ করতে মক্কা শরীফে যান। বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে মুসল্লিদের বেশি আনাগোনা থাকে কাবায়।

কাবায় যাওয়া মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় ও ওমরাহ করতে পারেন সেজন্য বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এছাড়া ভিড় সামাল দেওয়ার জন্য এ বছর রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে দেশটির সরকার।

গত ১১ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র রমজান মাস শুরু হয়। রমজান মাস আসার পরই সৌদিতে মুসল্লিদের ঢল নামে।

গত দুই সপ্তাহে মক্কায় প্রায় এক কোটি মানুষ নামাজ ও ওমরাহ পালন করেছেন। অপরদিকে মসজিদে নববীতে গত দুই সপ্তাহে প্রায় দেড় কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন