পিরোজপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে জাতীয় পার্টির গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষ্যে বুধবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে জাতীয় পার্টির জেলা শাখার আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রম শুরু হয়।
পরে আলোচনা সভা জেলা শহরের সিআই পাড়া সড়কে সদর সার্কেল অফিস সংলগ্ন জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়েছে।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান শরিফ, জাতীয় পার্টির পৌর কমিটির আহবায়ক সাবেক ছাত্র নেতা মো: মনিরুজ্জামান মাসুম শেখ, পৌর কমিটির সদস্য সচিব মোঃ মোতালেব হোসেন তোতা, যুগ্ম-আহবায়ক আবু জাফর, জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ হাফিজ উদ্দিন, পৌর কমিটির আহবায়ক আব্দুল কাউম শেখ, জাতীয় তরুণ পার্টির জেলা সভাপতি রাজ্জাক হাওলাদার, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সহ সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, প্রতিটি জেলা ও উপজেলা কমিটি নতুন করের সদস্য বৃদ্ধির জন্য এবং হাইব্রিড ও দূর্দিনের কর্মীদের মুল্যয়ন করা এবং যাদেরকে রাজপথে পাওয়া যাবে না তাদের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।