ডার্ক মোড
Friday, 03 May 2024
ePaper   
Logo
পালিয়ে থাকার এক বছর পর হত্যা মামলার আসামী গ্রেফতার

পালিয়ে থাকার এক বছর পর হত্যা মামলার আসামী গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেলিম হত্যাকাণ্ডের ঘটনায় পালিয়ে থাকার এক বছর পর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। গত শনিবার মাদারীপুর জেলা থেকে মামলার প্রধান আসামী ফরিদুল ইসলামকে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

এর আগে গত বছর বসতবাড়ির জমি নিয়ে সেলিম ও ফরিদুলদের মধ্যে বিরোধ চলছিল। এই অবস্থায় ঘটনার দিন (২৫ মার্চ) স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদের উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে বসতবাড়ী সীমানার জরিপ চলছিল। জরিপের এক পর্যায়ে আসামী ফরিদুল ইসলাম উত্তেজিত হয়ে ইউক্যালিপটাস গাছের মোটা কাঠ দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সেলিম। পরে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান।

এই ঘটনার পরদিন (২৬ মার্চ) সেলিমের স্ত্রী বেবী আক্তার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর জসিনা বেগম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার পরই আত্মগোপনে চলে যান ফরিদুল ইসলাম। দীর্ঘদিন পর গত শনিবার ফরিদুলকে মাদারীপুর থেকে গ্রেফতারে সক্ষম হয় দেবীগঞ্জ থানা পুলিশ।

দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, দীর্ঘ দিনের প্রচেষ্টায় আমরা সেলিম হত্যাকাণ্ডের প্রধান আসামী ফরিদুলকে মাদারীপুর থেকে গ্রেফতার করতে পেরেছি। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন