ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
পালকিতে চেপে বিয়ে করতে এলো বর, গরুর গাড়িতে বরযাত্রী

পালকিতে চেপে বিয়ে করতে এলো বর, গরুর গাড়িতে বরযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ধীরগতিতে এগিয়ে যাচ্ছে একটি পালকি। পেছনে কয়েকটি সুসজ্জিত গরুর গাড়ি। সঙ্গে আনন্দমুখর কিছু মানুষের জটলা। এ দৃশ্য দেখতে গ্রীষ্মের খরতাপেও রাস্তায় মানুষের উপচে পড়া ভিড়। কারণ, পালকিতে চড়ে বিয়ে করতে যাচ্ছে বর। আর পেছনের গরুর গাড়িতে বরযাত্রী।

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গড়বেতা থানার সন্ধিপুরের যাদববাটি গ্রামের বাসিন্দা ইসমাউল খানের বড় ছেলে ইব্রাহিম খানের বিয়ে ছিল সোমবার। পাত্রীর নাম সহেলি বানু। তিনি চন্দ্রকোনার কৃষ্ণপুর এলাকার চাষিবাড় গ্রামের বাসিন্দা। দুপুরেই ইব্রাহিম পালকিতে চড়ে এবং ১০টি গরুর গাড়িতে বরযাত্রী নিয়ে বিয়ে করতে পৌঁছান চাষিবাড় গ্রামে।

এমনভাবে বরযাত্রীর আসা দেখে অনেকেই হতবাক। সবাই বলছেন, এমনভাবে বিয়ে করতে যাওয়ার কথা তারা পূর্বপুরুষদের মুখে শুনেছেন। কিন্তু আজ চোখে দেখলেন।

এ প্রসঙ্গে ইব্রাহিমের বাবা ইসমাউল বলেন, আমার তিন ছেলে। আজ আমার বড় ছেলের বিয়ে। ছেলেরা যখন ছোট, তখন থেকেই আমার ইচ্ছে ছিল ছেলেদের ১০-১৫ কিলোমিটার এলাকার মধ্যে বিয়ে হলে পালকি ও গরুর গাড়িই ব্যবহার করব। আজ আমার ইচ্ছে পূর্ণ হলো। আমি চাই ছেলে ও বৌমা এবার সুখে সংসার করুক।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন