ডার্ক মোড
Tuesday, 16 September 2025
ePaper   
Logo
পাবনায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী সহ আটক ৫

পাবনায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী সহ আটক ৫

পাবনা প্রতিনিধি

পাবনার আতাইকুলায় রাতে মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত আতাইকুলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ওসি সালাউদ্দিন কাদের।

আটককৃতরা হলেন দুবলিয়া ক্যাম্প পাড়ার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সহসভাপতি শাওন রেজা খান (৩২), নতুন পাড়ার বাসিন্দা ও স্থানীয় আ.লীগ নেতা আমিরুল ইসলাম (৩১) ও শ্রীকোল এলাকার বাসিন্দা ও ছাত্রলীগকর্মী শহিদুল ইসলাম (৩১), তপু রায়হান (৩৫) ও শাকিল মৃধা (১৭)।

এ পুলিশ কর্মকর্তা জানান, গতকাল শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বের করে শ্রীকোল ব্রিজে গিয়ে শেষ করে। এর মাধ্যমে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছিলো তারা। পরে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন