ডার্ক মোড
Sunday, 19 May 2024
ePaper   
Logo
পানিতে ডুবে মারা গেল কন্টেইনারে করে মালয়েশিয়া যাওয়া কুমিল্লার রাতুল

পানিতে ডুবে মারা গেল কন্টেইনারে করে মালয়েশিয়া যাওয়া কুমিল্লার রাতুল

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

চট্টগ্রাম বন্দর দিয়ে খালি কন্টেইনারে করে মালয়েশিয়া যাওয়া বুদ্ধি প্রতিবন্ধি কিশোর রাতুল ইসলাম ফাহিম (১৪) পানিতে ডুবে মারা গেছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। কিশোর রাতুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের দিনমজুর ফারুক হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বুদ্ধিপ্রতিবন্দ্বী ফাহিম দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে পানিতে নামে। এ সময় সে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি।

কিছুক্ষণ পর আশপাশের লোকজন তার মরদেহ পুকুরে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

এ ব‍্যাপারে ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হিরণ জানান, খবর পেয়ে রাতুলের বাড়িতে গিয়ে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। কোন অস্বাভাবিকতা না দেখায় প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া নামাজে জানাজা শেষে রাতে তার মরদেহ দাফন করা হয়।

উল্লেখ্য, মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের দরিদ্র কৃষক ফারুক হোসেনের বড় ছেলে রাতুল ইসলাম ফাহিম কয়েক মাস আগে চট্টগ্রাম বন্দরে খালি কন্টেইনারে আটকা পড়ে মালয়েশিয়ার কেলং বন্দরে চলে যায়।

ওই বন্দর থেকে মালয়েশিয়া বন্দর পুলিশ তাকে উদ্ধার করে। পরে বাংলাদেশ দুতাবাসের সহায়তায় তাকে এক মাসের মধ‍্যে বাংলাদেশে ফেরত এনে পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন