ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি সোহেল, সাঃ সম্পাদক সেলিম

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি সোহেল, সাঃ সম্পাদক সেলিম

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলার ঐতিহ্যবাহী পাথরঘাটা প্রেস ক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে যায়যায়দিনের পাথরঘাটা প্রতিনিধি মুহম্মদ নজমুল হক সেলিম।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনজন নির্বাচন কর্মকর্তার অধীনে নির্বাচন শুরু হয়। এ সময় পাথরঘাটা প্রেসক্লাবের মোট ১৬ জন সদস্য ভোটার ছিলেন।

‎‎বিকেল সাড়ে চারটায় নির্বাচন শেষ হলে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা এফ এম জাফর সাদিক নির্বাচনী ফলাফল ঘোষণা করে। অন্য দুই নির্বাচন কর্মকর্তারা হলেন পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুর রহিম ও বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল হাসান। এসময় পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

‎‎এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে চারজন। তারা হলেন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে জনকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি বিনয় ভূষন কর্মকার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি তারিকুল ইসলাম (কাজী রাকিব), অর্থ সম্পাদক মানবকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি মাহমুদুর রহমান রনি, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের পাথরঘাটা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন