ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
জয়পুরহাটে উত্তম ব্যবস্থাপনা চর্চা নিশ্চিতকরণের মাধ্যমে গাভী পালন শীর্ষক উপকরণ বিতরণ

জয়পুরহাটে উত্তম ব্যবস্থাপনা চর্চা নিশ্চিতকরণের মাধ্যমে গাভী পালন শীর্ষক উপকরণ বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২০ জন গাভী পালন সদস্যদের মাঝে রাবার ম্যাট, মশারী, জীবানুনাশক, ভিটামিন-মিনারেল, টিট কাপ, ফ্যান সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ০৪ ঘটিকায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত) প্রকল্পের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ ফরহাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূচি) মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জহুর আলী ও প্রাণিসম্পদ কর্মকর্তা এ.এ জাবিরসহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে খামারিদের মাঝে উত্তম ব্যবস্থাপনা চর্চা নিশ্চিত করে আধুনিক পদ্ধতিতে বিজ্ঞান সম্মত উপায়ে গাভী পালন সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয় এবং তাদেরকে সচেতন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন