কুয়াকাটায় আ. লীগ নেতার বিরুদ্ধে ১৫ বছর জমি জবরদখলে রাখার অভিযোগ
পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি
দীর্ঘ ১৫ বছর জবরদখল করে কয়েকটি পরিবারের জমি দখল, মামলা হামলা সহ নির্যাতনের অভিযোগ এনে কুয়াকাটা পৌর আওয়ামিলীগ এর সিনিয়র সহ সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবেশী ৬ পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাইয়ের ছেলে ইউসুফ বিশ্বাস। লিখিত বক্তব্যে জানান, ১৫ বছর ক্ষমতায় থেকে জুলুম নির্যাতন চালিয়ে জমিজমা দখল করে রাখে কুয়াকাটা পৌর আওয়ামিলীগ এর সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ ইউসুফ আলী। ৫ আগষ্টের পরে আমরা কিছু জমি উদ্ধার করেছি। জমি উদ্ধারের পর চাঁদাবাজি সহ একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে আমাদের।
রাতের আধারে প্রতিবেশী হাবিব মৃধার লাউ সহ তিন শতাধিক গাছ কেটে ফেলে এই ইউসুফ গাজী ও তার পরিবারের লোকজন। যার মূল্য ৫ লক্ষ্য টাকার মতো। তাদের বিরুদ্ধে আমরা কোর্টে মামলা দায়ের করেছি। যার মামলা নম্বর ১৬৫৯/২০২৪।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহজাহান বিশ্বাস বলেন, দীর্ঘদিন আমাদের জমি দখলে রাখে। আমাদের জমিজমা নিয়ে ইউসুফ গাজী বেশ কয়েকটি মামলা করে। এসব মামলা ২০১৬ সালে নিষ্পত্তি হলেও আমরা ভোগ দখলে যেতে পারিনি। আওয়ামী লীগের ক্ষমতার দাপটে ইউসুফ গাজী ও তার পরিবার হুমকি ধামকি দিতো। ৫ আগস্টের পরে আমরা আমাদের জমি দখলে নিযেছি। এছাড়াও বিভিন্ন মিডিয়াতে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমাদের সামাজিকভাবে হেয় করছে।
ইউসুফ গাজী ও তার পরিবার হুমকি দিয়ে বলছে, শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে তোদের ঘর বাড়ি জালিয়ে দেবো এমন অভিযোগ করেন ভুক্তভোগী ও পরিবার গুলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত মো: হোসেন বিশ্বাস, শাহজাহান বিশ্বাস, মস্তফা ঘরামী, নুর নবী,শহীদ গাজী, কুলসুম, হাবিব মৃধা বলেন, আমাদের নামে জমির বিএস রেকর্ড সহ সকল মালিকানার কাগজ সত্য থাকলেও ইউসুফ গাজী জোরজুলুম করে ভোগদখল করেছে। যা এখন আমরা উদ্ধার করেছি।
তবে এবিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি গাজী মোঃ ইউসুফ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়নাই। আমি কারো কোন জমিজমা দখল করিনি। শাহজাহান বিশ্বাস গংরা আমার ৫০ বছরের ভোগদখলীয় রেকর্ডীয় জমি দখল করে নিয়ে গেছে। সেখানে ভেকু দিয়ে মাটি কেটে ঘরবাড়ি নির্মাণ করেছে। ৫ তারিখের পর আমাকে মারধর করে। এতে আমার পায়ের চার স্থানের হাড় ভেঙে যায়। আমি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি তাহলে কিভাবে আমি গাছ কাটবো। তার দাবী আমার জমি দখলে নিয়ে এখন তারা আমার নামেই মিথা অভিযোগ দিতেছে।