ডার্ক মোড
Saturday, 10 May 2025
ePaper   
Logo
পাঁচবিবি সীমান্তে হেরোইন সহ ভারতীয় নারী আটক

পাঁচবিবি সীমান্তে হেরোইন সহ ভারতীয় নারী আটক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে ৬শ গ্রাম হেরোইনসহ ফেন্সি বেগম (৪২) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি হাটখোলা ক্যাম্পের সদস্যরা।

শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে ভারতীয় ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আটককৃত ওই নারী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোসাইপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী।

জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান ভূইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা সীমান্তের পশ্চিম উচনা এলাকার ২৮১/৫ এস পিলারের নিকটে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নারীকে আটক করে।

পরে নারী বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশী করে ৬শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, বিজিবি ভারতীয় ওই নারীকে শুক্রবার রাতে থানায় হস্তান্তর করলে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন