ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে চারজন আহত

পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে চারজন আহত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় ঢাকা গামী পরিবহন তেঁতুলিয়া ট্রাভেল ও অটোরিকশায় মুখােমুখি সংঘর্ষে একই পরিবারে চার জন আহত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলার নলখোলা বন্দরে ঢাকা গামী তেঁতুলিয়া ট্রাভেল ও একটি যাত্রীবাহী অটোরিকশায় মুখােমুখি এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন-উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্বআলীপুর গ্রামের রাকিব গাজীর ছেলে আবির(২), রাকিব গাজীর স্ত্রী মোসা. শাহনাজ বেগম(২২), আনোয়ার গাজীর ছেলে রাকিব(২৫) ও রাকিব গাজীর মেয়ে মারিয়া(৬)।

স্থানীয় সূত্রে জান যায়, ঢাকা থেকে আলীপুরা তেঁতুলিয়া ট্রাভেল যাবার পথে তেঁতুলিয়া পরিবহন উপজেলার নলখোলা বন্দরে একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখােমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনা স্থলে অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে পরে যায়। ওই অটোরিকশায় থাকা একই পরিবারের ৪ জন গুরুতর আহত হন।

তেঁতুলিয়া ট্রাভেল পরিবহন নিয়ন্ত্রান হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় আহতদের দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শাহনাজ ও মারিয়া আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ এইচ এম আলভি বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। দশমিনা থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে তেঁতুলিয়া ট্রাভেল পরিবহন ও অটোরিকশা থানা হেফাজতে আনেন।

আহত রাকিব জানান, আমরা দশমিনায় কাজের জন্য অটোরিকশা যাচ্ছিলাম। ঢাকা থেকে দ্রুতগতিতে আসা তেঁতুলিয়া পরিবহন আমাদের অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। তাহাতে আমি, আমার স্ত্রী, কন্যা, ছেলে গুরুতর আহত হই। আমার মেয়ে ও স্ত্রী আশংকাজনক উন্নত চিকিৎসার জন বরিশাল নিয়ে যাচ্ছি।

এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, আলীপুরা রাস্তায় পরিবহন ও অটোরিকশা মুখােমুখি সংঘর্ষ হয়।এতে একই পরিবারে চারজন আহত হয়েছে এবং দুই জন গুরুতর আহত। ঘটনা স্থল থেকে তেঁতুলিয়া ট্রাভেল পরিবহন ও অটোরিকশা থানা হেফাজতে আনা হয়েছে। চালককে পাওয়া যায়নি। পরবর্তি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন