ডার্ক মোড
Friday, 10 May 2024
ePaper   
Logo
পদ-গ্রেড পরিবর্তনের আবেদন যাচাই করতে ঢাকা ওয়াসার কমিটি

পদ-গ্রেড পরিবর্তনের আবেদন যাচাই করতে ঢাকা ওয়াসার কমিটি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসায় ব্যক্তিগত সহকারী, কম্পিউটার অপারেটর (১৩ তম গ্রেড) পদে কর্মরতদের পদ ও গ্রেড পরিবর্তনের আবেদন যাচাই-বাছাই করবে সংস্থাটি। সেই লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে ঢাকা ওয়াসা।

শুক্রবার (২৯ মার্চ) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ওয়াসায় কর্মরত ব্যক্তিগত সহকারী, কম্পিউটার অপারেটর (১৩ তম গ্রেড) পদ মন্ত্রণালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের মতো ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড) পদে পরিবর্তন করতে আবেদন যাচাই-বাছাই করা হবে।

ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমির একটি অফিস আদেশ জারি করে এ সংক্রান্ত একটি কমিটির অনুমোদন দিয়েছেন।

প্রকৌশলী শারমিন হক আমির জানান, প্রস্তাবিত কমিটি প্রয়োজনে নতুন সদস্য যুক্ত করে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে আবেদনগুলো প্রস্তুত করে, যাচাই-বাছাইয়ের পর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দিতে হবে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এই পাঁচ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে- ঢাকা ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম মোস্তফা কামাল মজুমদার এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার উপসচিব নুরুজ্জামান মিয়াজীকে।

পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা ওয়াসার আইন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সোহেল খান এবং ঢাকা ওয়াসার অভ্যন্তরীণ অডিট বিভাগের অডিট অফিসার মোহাম্মদ শহিদুল হক।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন