ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
পটুয়াখালীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

পটুয়াখালীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ। হাঁসফাঁস অবস্থা প্রাণীকুলে। এ অবস্থায় সালাতুল ইস্তিসকার বিশেষ নামাজ আদায় করা হয়।

তাপদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টি বর্ষণের জন্য সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চ ঘাট সংলগ্ন এলাকার মসজিদ-ই-নূর জামে মসজিদ মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়।

এরআগে দীর্ঘক্ষণ ধরে মসজিদে দোয়া-দরুদ পাঠ করেন নামাজে অংশ নিতে মুসুল্লিরা। বিশেষ নামাজের মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ আল আমিন ইউনুস।

বিশেষ নামাজের মোনাজাত পরিচালনাকারী মাওলানা ক্বারী মোহাম্মদ আল আমিন ইউনুস বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইস্তিসকার নামাজ বলে।’

তিনি আরও বলেন, ‘এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয় এজন্য আমরা ইস্তেসকার নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা যাতে আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন এজন্য দোয়া ইউনুস পড়েছি।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন