ডার্ক মোড
Wednesday, 22 May 2024
ePaper   
Logo
পটুয়াখালীতে গাছে পেরেক ঢুকিয়ে বিজ্ঞাপন ফেষ্টুন লাগানোর মহোৎসব

পটুয়াখালীতে গাছে পেরেক ঢুকিয়ে বিজ্ঞাপন ফেষ্টুন লাগানোর মহোৎসব

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় রাস্তাার পাশে জীবিত গাছগুলোতে পেরেক ঢুকিয়ে চলছে বিভিন্ন পণ্য, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল ও ব্যক্তির প্রচার-প্রচারণা সম্বলিত বিজ্ঞাপনের মহোৎসব। সড়কের পাশে বেড়ে ওঠা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা গাছগুলো এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রচারের অবলম্বন হয়েছে। এ সংক্রান্ত আইন থাকলেও এর প্রয়োগ না থাকায় ক্রমশই বাড়ছে এমন পরিবেশ রক্ষা বিরোধী কার্যক্রম। প্রশাসনের নাকের ডগায় অব্যাহতভাবে এসব কাজ চলতে থাকলেও এগুলো বন্ধে কোনো পদক্ষেপ বা আইনগত কার্যক্রম প্রয়োগে কোনো তৎপরতা নেই তাদের।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কের পাশে জীবিত গাছগুলোর দিকে তাকালে বিভিন্ন ব্যক্তির প্রচারণামূলক ব্যানার, রাজনৈতিক, কোচিং সেন্টার, প্রাইভেট স্কুলে ছাত্রভর্তি, চিকিৎসা সেবা, হারবাল ওষুধ বিক্রি, টু-লেটসহ নানা ধরনের প্রচার-প্রচারণা ফেষ্টুন। গাছগুলো যেন একেকটা জীবন্ত বিজ্ঞাপন বোর্ড। এসব প্রচারের জন্য ক্ষতি হচ্ছে গাছের এবং হুমকির মুখে পড়ছে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ। শুধু গাছ নয় অপরদিকে, বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পাচ্ছে না সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরও। এতে করে পরিবেশের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

দশমিনা উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে কাফলা গাছে চতুর্পাশে দেখা যায় ভিন্ন চিত্র। বিজ্ঞাপনের ব্যানার, ফেষ্টুনে প্রায় ঢেকে ফেলা হয়েছে গাছটি। তারপরও ওই গাছে চড়–ই পাখির ডাকে পাতার ফাঁকে মধুর শব্দ।

রিপন চৌকিদার নামে একজন বলেন, নির্বিচারে পেরেক মেরে প্রচারণামূলক ব্যানার, ফেষ্টুন লাগানোর কারণে বহু গাছ মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা সকলেই সচেতন হয়ে একটি সুন্দর পরিবেশ রক্ষায় জাগ্রত হয়ে গাছকে বাঁচতে দেব। তাই গাছকে রক্ষায় আমাদের ও প্রশাসনের সুদৃষ্টি জরুরি।

এবিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাফিজা নাজ নীরা বলেন, আইনগত ব্যবস্থা নেওয়ার কোন সুযোগ নেই, এটা হচ্ছে জনসচেতনতা যতদিন না বৃদ্ধি হবে এটা আইন প্রয়োাগ করে বা করার কোন ক্ষমতার আমাদের এখতিয়ার নাই যে করবো, তবে আমরা জনো সচেতনতামূলক কার্যক্রম চালাতে পারি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন