ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
নড়াইলে নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

নড়াইলে নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রাামে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২৭ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় ওই গ্রামের ভাঙ্গন কবলিত স্থানে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ গ্রামটি প্রায় বিলুপ্তির পথে। নড়াইলের শেষ সীমান্তে গ্রামটির অবস্থান হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলার শিকার এ গ্রামটি।

বিগত দিনে চাপুলিয়া দালিখ মাদ্রাসার ভাঙ্গন স্থলে বালির বস্তা ফেলায় কিছুটা নিয়ন্ত্রন হয়েছে। এ ছাড়া প্রাইমারী স্কুলসহ অসংখ্য মসজিদ ও কওমী মাদ্রাসা রয়েছে হুমকীর মুখে। বিগত দিনে চাপুলিয়া থেকে উত্তর খাশিয়াল খেয়াঘাট পর্যন্ত ৪/৫ শত বাড়ীঘর ভেঙ্গে নদীর ওপারে গোপালগঞ্জ এলাকায় আশ্রয় নিয়েছে এবং নদী তীরবর্তী ১০ গ্রামের মানুষের চলাচলের রাস্তাটি নদী ভাঙ্গনে হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী।

কোন সরকারী অনুদান ছাড়াই স্থাণীয়দের সহযোগীতায় কাঁচা রাস্তাটি সাময়িক মেরামত করা হয়েছে। দ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা না নিলে চলাচলের এ রাস্তাটিও চলে যাবে নদী গর্ভে। তাতে নদী পাড়ে বসবাসকারী কয়েক শত পরিবার হারাবে তাদের বসত ভিটা। তাই আশু নদী ভাঙ্গন রোধের আহ্বান জানান ভুক্তভোগী এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন, ওই গ্রামের প্রধান শিক্ষক মুন্সী আমিরুল ইসলাম, অপর শিক্ষক শামীম মুন্সী, সাবেক ইউপি সদস্য ইব্রাহীম মোল্যা, নান্নু সরদার, আকবার ও ইমদাদুল হকসহ আরো অনেকে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন