ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে কবি সাহিত্যিকগণ
নিজস্ব প্রতিবেদক
ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ(এনসিবি) কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন দেশের বিশিষ্ট কবি সাহিত্যিকগণ। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ—এনসিবি'র সাহিত্য ও সংস্কৃতি বিভাগ কর্তৃক আলোচনা সভা ও লিটল ম্যাগাজিন লেখকদের স্বরচিত বিজয়ের কবিতা পাঠ উৎসব— ২০২৪ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে দেশবরেণ্য কবি সাহিত্যিকগণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লিটল ম্যাগাজিন লেখকগণ অংশগ্রহণ করেন।
ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ—এনসিবি একটি দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি নিবন্ধনের জন্য ২০১৭ সালে নির্বাচন কমিশনে আবেদন করে এনসিবি'র চেয়ারম্যান কাজী ছাব্বীর। অন্যায় অনিয়মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকে বিগত দিনগুলোতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতি সমর্থন না জানানোর কারণে এবং আওয়ামী মতাদর্শের না হওয়ায় সকল শর্তাবলী পুরন করা সত্ত্বেও পতিত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক হস্তক্ষেপের কারণে নির্বাচন কমিশন কর্তৃক এনসিবিকে নিবন্ধন বঞ্চিত করা হয় বলে আলোচনা সভায় কবি সাহিত্যিকগণ অভিযোগ করেন।
ছাত্র জনতা অভ্যুত্থানের পর গঠিত ডক্টর মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে স্বাধীন ও নিরপেক্ষ ভাবে কাজ করতে পারছেন বলে আশাবাদ ব্যক্ত করে, পূর্বের আবেদন পুনর্বিবেচনা পূর্বক দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে নিরপেক্ষতা প্রমাণ করতে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ—এনসিবিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো ভাবে আহবান জানিয়েছেন দেশের খ্যাতিমান কবি সাহিত্যিকগণ।
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ার আদর্শে গঠিত দলটির বিগত দিনের কর্মকাণ্ডে প্রমাণ করে যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলে জনগণের কাঙ্খিত বাংলাদেশ গঠনে এনসিবি আশানুরূপ ভুমিকা রাখতে পারবে। তাই ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ—এনসিবি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার অধিকার রাখে বলে বক্তব্যে দাবি করেন কবি সাহিত্যিকগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া শিশু কিশোর ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা এম এ হাশেম রাজু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এনসিবি'র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কবি কাজী ছাব্বীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, কবি মাহমুদুল হাসান নিজামী, কবি আসাদ কাজল, কবি আতিক হেলাল, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশীদ, এনসিবি'র মহাসচিব ইকবাল হাসান স্বপন।
এনসিবি'র সিনিয়র ভাইস—চেয়ারম্যান শেখ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এনসিবি'র প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ, কবি ফেরদৌসী আক্তার, কবি নন্দিনী লুইজা, জি এস এম সেলিম রেজা, ভাইস-চেয়ারম্যান সেলিম পারবেজ, যুগ্ম-মহাচিব কবি অসীম ভট্রাচার্য্য, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন রতন প্রমুখ।